Latest in Tanni


More

More

Posted on : Tuesday, February 25, 2014 [0] comments Label: Arts & Crafts, Life & style

প্লাস্টিক বোতলের ১০ টি অসাধারন ব্যবহার

by : Ami Tanni
কোন না কোন ভাবে আমাদের ঘরে বিভিন্ন রকমের প্লাস্টিকের বোতল জমা হয়েই যায়। এই যেমন ধরুন মিনারেল ওয়াটার, কোকা-কোলা, সেভেনআপ, স্প্রাইট, আরসি কোলা ইত্যাদি পানীয় এবং বিভিন্ন ফলের জুস সঙ্গে একটা করে বোতল পাওয়া যায়। আর কি ভাবে যে একটা সময় বোতলের পাহাড় জমে যায়! অনেকে কি করেন, যে কটা ব্যবহার করার হয় সে কটা রেখে সময়েরটা সময়েই ফেলে দেন। আবার অনেকে কেজি দড়ে বিক্রি করে থাকেন। সারা বছরে ধরুন ২ কি ৩ জনের পরিবারে ৬ থেকে ৭ কেজি  প্লাস্টিকের বোতল  জমা হয়। তবে এটা নির্ভর করে। অনেকের বেশিও হয় আবার কমও হতে পারে। আর বিক্রি করলেই বা কত টাকা আর পাওয়া যায়। সেটা নিশ্চয় বলার দরকার নেই।
Posted on : Monday, February 24, 2014 [0] comments Label: Beauty & Care

কি ভাবে ঘরে গোলাপ জল তৈরি করবেন ?

by : Ami Tanni

একটা ভয় আজকাল সব সময়ই আমাদের তাড়া করে বেড়ায়। ভেজালের ভয়। ঠিক বলছি তো। ফল, সবজি যাই কিনি মনে একটাই ভয় থাকে। সেই ভয়টা প্রসাধন সামগ্রী কেনার সময় কি হয় না ? নিশ্চয় হয়। কোন জিনিসের সত্যতা যাচাই করা আমাদের মতো সাধারন মানুষের পক্ষে খুব কঠিন। অগত্যা মনে ভয় নিয়েই কিনি। ব্যবহারও করি। তবে কিছু কিছু প্রয়োজনীয় জিনিস আমরা ঘরেই তেরি করতে পারি। যেমন গোলাপ জল। যে কোন তন্বী নারীর রূপটানের অঙ্গ গোলাপ জল। চলুন আজ ঘরোয়া উপায়ে গোলাপ জল তৈরির পদ্ধতি শিখি।
Posted on : Monday, February 17, 2014 [0] comments Label: Arts & Crafts, Life & style

চামচ যখন হ্যাঙ্গার

by : Ami Tanni

আমাদের দৈনন্দিন জীবনের একটি প্রয়োজনীয় জিনিস হল চামচ। এমনিতে এর গুরুত্ব বোঝা না গেলেও রান্না ঘরে কিংবা খাবার সময় বিশেষ করে কোন তরল খাবারটা খেতে চামচ যে কতটা সুবিধার জিনিস তখনই বোঝা যায়। বাংলা "চামচ" শব্দটি সংস্কৃত চমস থেকে উদ্ভূত। আবার ফারসি চাম্‌চাহ্‌  থেকেও উদ্ভূত হয়েছে বলে অনেকের ধারনা। চামচের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন রকম ও আকারের হয়ে থাকে। বিভিন্ন আকৃতির বাহারি সব চামচ আজকাল বাজারে দেখা যায়। কাঁটা চামচ, চা চামচ, ভাজার চামচ, গোল চামচ, নাকড়ির পাশাপাশি বিভিন্ন আকৃতির তরকারির চামচ পাবেন। এর মধ্যে আয়তাকার,গোলাকার, কাটা বিভিন্ন আকৃতিও দেওয়া হয়েছে। কিন্তু এই দরকারি জিনিসটি তখনই অদরকারি হয়ে যায়, যখন খারাপ হয়। বলি কি খারাপ চামচটি না ফেলে, আবার ব্যবহার করুন। না না চামচ হিসাবে ব্যবহার করার দরকার নেই হ্যাঙ্গার হিসাবে ব্যবহার করুন।

কাপড় রাখা হ্যাঙ্গার 
কাঁটা চামচ খারাপ হয়ে গেলে আপনি কাপড় রাখার হ্যাঙ্গার হিসাবে ব্যবহার করতে পারেন। স্নানের কাপড় রাখার জন্য বাথরুমে কিংবা রোজকার কাপড় রাখার কাজে কাঁটা চামচকে হ্যাঙ্গার হিসাবে ব্যবহার করা যেতে পারে।



ফুলের টব রাখার হ্যাঙ্গার 
যাদের ফ্ল্যাট বাড়ি আবার ফুল গাছ লাগানোরও শখ,তারাও কিন্তু ফুলের টব ঝুলিয়ে রাখতে চামচের ব্যবহার করতে পারেন। চামচের গর্ত যায়গাটি দেয়ালে পেরেক দিয়ে সাঁটিয়ে দিন। তার আগে আপনার পছন্দ অনুযায়ী চামচটিকে একটু বাঁকা করে নিন। এভাবে চামচের সাহায্যে ছোট স্থানেও তৈরি করতে পারবেন আপনার মনের মতো হ্যাঙ্গিং বাগান।









Newer Posts Older Posts Home
Follow Tanni's board Beauty and Lifestyle of Tanni on Pinterest.