কিছুদিন আগে এক ফটোগ্রাফার বেশ চর্চায় এসেছিলেন। Pierce Thiot নামে এই ফটোগ্রাফারকে এক অদ্ভুত ফ্যাশন করতে দেখা গিয়েছিলো। তিনি তাঁর দাড়িকে বিভিন্ন জিনিস দিয়ে সাজিয়ে তুলতেন। কখনো টুথপিক, তো কখনো ছুরি, কাঁচি, জলন্ত কাঠি, চকলেট কি না তিনি ব্যবহার করেছেন তাঁর দাড়ি সাজাতে। তবে আমার কাছে সব থেকে আকর্ষনীয় লেগেছে ফুল দিয়ে দাড়ির সাজ। আমরা মেয়েরা চুলে ফুল দিয়ে সাজি। এখন পুরুষও এই দলে সামিল। তবে অন্য রকম সাজে। বিভিন্ন ম্যাগাজিন, ওয়েব সাইটে খোঁজ করলাম পেয়েও গেলাম এই নতুন ট্রেন্ডের হদিস।
যে সমস্ত পুরুষেরা দাড়ি রাখতে পছন্দ করেন তাদের কাছেই এখন জনপ্রিয় হয়ে উঠেছে এই ফ্যাশন। আমি একটা ছবি ১৯৭৭ সালের খুঁজে পেয়েছি। এই ছবি থেকে বোঝাই যায় যে তখনও কেউ কেউ দাড়ি সাজাতে ফুলের ব্যবহার করেছেন।
সাধারণত পারিবারিক অনুষ্ঠান, যেমন বিয়ে, নাচ গানের অনুষ্ঠানেই এই ধরনের সাজে আসতে ভালোবাসেন পুরুষেরা। আর বেশির ভাগ সময়ই সাজানোর দায়িত্বে থাকেন স্ত্রী।
এটা ধারণা সম্ভবত hippie আন্দোলনের সময় থেকে বিশেষ করে জন ফিলিপস 'গান "সান ফ্রান্সিসকো" সঙ্গে সঙ্গে জন্ম নেয়। গানটির লাইন এমন ছিল “If you’re going to San Francisco, be sure to wear some flowers in your hair” মানে আপনি সান ফ্রান্সিসকো চলুন তবে আপনার চুলের ফুল পরতে ভুলবেন না। এই গান সারা পৃথিবীর তরুণদের অনুপ্রাণিত করেছিল সান ফ্রান্সিসকো ঘুরে আসার জন্য। ফুলের সাজ তখন ছিল তাদের চুলে দৃশ্যত, তাদের দাড়িতে।.
কেউ যদি সান ফ্রান্সিসকো বেড়াতে যান তাহলে প্লিজ আমাকে জানাবেন এই দৃশ্য দেখতে পেলেন কিনা।
Image credits: Cloe Ashton
Image credits: Shannon
Image credits: Ashley Thalman
Image credits: unknown
Image credits: Ashley Thalman
Image credits: Sarah Winward
Image credits: Peter Yankowsky
Image credits: erial (১৯৭৭)
Image credits: Carissa Gallo
Image credits: Elizabeth Eastman
Image credits: Marlee Banta
Image credits: Victoria Zeoli
Image credits: Madeleine Ball
Image credits: Will It Beard
Image credits: Beatriz Ortiz
Image credits: Sanja Lydia Kulusic
Image credits: Victoria Vrublevska
Image credits: Ashley Thalman
take care
Facebook এর আমাদের সঙ্গে থাকুন।