পালাজো ট্রাউজার কি ভাবে পরবেন



আজকাল ফ্যাশনে পালাজো প্যান্ট বেশ ইন | সারা বছরই এই ঢোলা প্যান্ট যেমন আরামদায়ক সেরকমই স্টাইলিশ হালকা সুতি বা সিফনের কাপড়ের তৈরি প্যান্টগুলি অত্যন্ত আরামদায়ক। দেখে স্কার্টের মতো লাগলেও এগুলি প্যান্ট। পায়ের নিচের দিকে অনেক ঘের দেওয়া থাকে। কিন্তু পালাজো প্যান্ট কেনার আগে কিছু জিনিস অবশ্যই মনে রাখবেন :



বিশেষত পালাজো ট্রাউজার তাদেরই বেশি মানায় যাদের উচ্চতা বেশি। তাই বলে কি হাইট শর্ট তারা পরবেন না ? নিশ্চয় পরবেন! তবে তার আগে কিন্তু কিছু টিপস ফলো করতে হবে –

১। যেহেতু এই ধরনের প্যান্টের পা খুব ঢোলা হয় তাই এটা পরলে আপনার হাইট কিন্তু বেশ শর্ট দেখাবে | তাই এই প্যান্ট পরলে অবশ্যই হিল জুতো বা ওয়েজেস পরুন।
২। পালাজোর নীচের অংশ ঢোলা থাকায় শরীরের নীচের অংশ পালাজো পরলে চওড়া দেখায়। অবশ্যই শরীরের ওপরের অংশে একটা ফিটেড টপ পরুন |
৩। পালাজো প্যান্টটা যদি হাই ওয়েস্টেড হয় তাহলে আরো ভাল | কোমরে একটা বেল্ট পরতে পারেন |
একথা কথা অবশ্যই মনে রাখতে হবে, আপনি মোটা হন বা রোগা কখনো পালাজো প্যান্টের সঙ্গে ওপরে ঢোলা বা খুব লম্বা টপ পরবেন না।
এছাড়াও পালোজো ট্রাউজার কেনার আগে এই বিষয়গুলো মাথায় রাখবেন :


ফ্যাব্রিক
প্রথমেই পালোজো সঠিক ফ্যাব্রিক ও রং বাছুন। যেমন এক রঙের বা একরঙের বা ছোট প্রিন্টের পালাজো কিনবেন | বড় প্রিন্ট কিনলে পায়ের অংশ আরো চওড়া আর মোটা লাগবে | কটন, সিল্ক বা লিনেন ফ্যাব্রিকের তৈরি এই প্যান্ট দেখতে বেশি ভালো দেখায়।
ওয়েস্ট সাইজ
হাই ওয়েস্ট পালাজো কিনুন | স্পেশালি যারা মোটা তারা এই রুল মেনে চলুন | লো ওয়েস্ট হলে পেটের আর কোমরের মেদ বেরিয়ে পড়বে |
টপ
কি ধরণের প্যান্ট আপনি কিনেছেন তার উপরে নির্ভর করবে আপনি কি টপ কিনবেন। সাধারণত প্রিন্টেড পালাজোর সঙ্গে এক রঙের টপ বেশি মানায়। বা এর উল্টোটাও করতে পারেন।

পালাজো ট্রাউজারের সঙ্গে যে কোন ধরনের মেকআপ বা  accessorize মানাই। তবে সব কিছুই স্থান কাল অনুশারে নির্বাচন করতে হবে। ফ্যাশনে এই পালাজো ট্রাউজারের ট্রেন্ড আপনার কেমন লাগে জানাতে ভুলবেন না। 


WOMEN PALAZZO available here

 লেখাটি ভালো লাগলে লাইক ও সেয়ার করুন !

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্য