আমি শাড়ি পরতে ভালবাসি না। এই কথা টি আমি কোন নারীকে বলতে শুনি নি। যতই আমরা আধুনিক সব পোশাক পড়ি না কেন এই ঐতিহ্যবাহী পোশাকটি ছাড়া নারী অসম্পুর্ন। শাড়ির প্রতি যেন একটা আলাদা টান কাজ করে। তাই তো আমাদের আলমারিতে যত ধরনেরই শাড়ির কালেকশন থাকুক না কেন, অন্যের টি দেখলে একবার নজর তো সে দিকে যাবেই। নজরেরই বা কি দোষ! শাড়ি যে কত ধরনের বা ডিজাইনের হয় তার কি কোন শেষ আছে ?
শাড়ি এমন একটি পোশাক যা শীত গ্রীষ্ম বার মাস পরা যায়। এই বৈশাখী গরমেও দিব্যি কিন্তু শাড়ি পরে আমরা সবাইকে তাক লাগিয়ে দিতে পারি। তবে অনেকের ধারনা গরমে হয়তো একটু হালকা রং বা সূতির শাড়ি বেশি স্বাচ্ছন্দ্য দেবে। আমার কিন্তু সে রকম কছু মনে হয় না। সবটাই নির্ভর করে আমি কি ভাবে কেরি করছি,আর কিছু না। আজকের পোস্টে আমি কিছু বাহারি শাড়ি তুলে ধরলাম। একটা আইডিয়া পাওয়া যেতে পারে যে এই বৈশাখী কি ধরনের শাড়ি আপনি পরতে পারেন বা পছন্দের তালিকায় রাখতে পারেন । আশা করি ভাল লাগবে।
আপনি আপনার মতামত Facebook এও দিতে পারেন।
0 মন্তব্য