
ক্যামিকাল বেস প্রোডাক্ট আমরা যত কম ব্যবহার করতে পারি ততই ভালো l প্রথমত, শ্যাম্পু করার কথাই যদি বলেন তাহলে বলবো যে রোজ শ্যাম্পু না করাই ভালো। যাদের প্রতি দিন বাইরে যেতে হয় তার না হয় এক দিন অন্তর অন্তর করুন। খুব ভালো হয় যদি অন্ততপক্ষে ঘরে বানানো শ্যাম্পু সপ্তাহে দু’দিন ব্যবহার করা যায়। বাকি দিন অন্য কোন হার্বাল শ্যাম্পু ব্যবহার করলেন।


আর আপনার চুল যদি তৈলাক্ত হয় তাহলে চা এর লিকারের সাথে লেবুর রস মিশিয়ে নিন,তাহলে extra অয়েলটা কন্ট্রোল হবে l চায়ের লিকার একই সাথে আপনার চুলকে কন্ডিশনিং করবে আবার একটা সান-সাইন কালার ইফেক্টও দেবে l
ক্যামিকেল কন্ডিশনার রোজ রোজ ব্যবহার না করে ট্রাই করুন ঘরে তৈরি কন্ডিশনার ব্যবহার করার। এতে আপনার চুলের কোয়ালিটি যেমন ভালো থাকবে, তেমনি চুলের নানান সমস্যা নিয়ে ঝামেলাও পোহাতে হবে না।