কোভিড-১৯ - এই সময় বিমানে ভারতের এক রাজ্য থেকে অন্য রাজ্যে ফেরার জন্য কিছু জরুরি তথ্য


কোভিড-১৯ আনলক এ তে বিমানে ফেরার জন্য কিছু জরুরি তথ্য

লিখছেন প্রিয়াঙ্কা চক্রবর্তী 


কোভিড-১৯ এই নামটির সঙ্গে কেউ আর অপরিচিত নন। আর এর সঙ্গে জড়িত আরেকটি অতি পরিচিত শব্দ "লোকডাউন"। এই দুটি শব্দ মানুষের জীবনের সজ্ঞাটাই যেন এই কয়েক মাসে মধ্যেই পাল্টে দিলো। জীবন তার স্বাভাবিক গতিতেই চলছিলো। কেউ গিয়েছিলেন কোথাও ঘুরতে অথবা চিকিৎসার জন্য। কাউকে বা যেতে হয়েছিল কয়েক দিনের কাজের সূত্রে। হটাৎ করে এই লোকডাউন এর দরুন আটকে পড়তে হয়েছে অনেকেই।আমিও সেই দলের একজন। কাজের সূত্রে নিজের রাজ্যে বাইরে গিয়েছিলাম।একদিন মোদী জি ঘোষণা করলেন লোকডাউন, সেদিন ভাবিনি প্রায় দুমাসের বেশি সময় ধরে আমি একটা জায়গায় আটকে পরে যাবো। যেদিন শুনলাম আবার বিমান পরিসেবা চালু হচ্ছে সেদিন নতুন করে যেন আমি আশার আলো পেলাম নিজের ঘরে  ফেরার। 




কেবল কদিন হয়েছে যে আমি বিমানে করে এক রাজ্য থেকে নিজের বাড়িতে (অন্য রাজ্য) ফিরে এসেছি, আর তাই আজ আপনাদের সাথে আমার বিমানের অভিজ্ঞতা শেয়ার করছি৷ আমি এখানে আপনাদের জানাবো যে কি কি জিনিস বাধ্যতামূলক এই সময় এ বিমান এ যাতায়াত এর জন্য৷




  • প্রথম হলো, আপনি যখন বিমান এর টিকেট তা কাটবেন, তার পর আপনাকে বাধ্যতামূলক ভাবে "ওয়েব চেক-ইন" করে ই বিমানবন্দর এ যেতে হবে৷ আগে যেমন বিমানবন্দর এ ঢুকেও আপনি চাইলে ওয়েব চেক-ইন করতে পারতেন, সেই সুবিধা তা এখন নেই৷ বেশিরভাগ বিমান পরিষেবা এই ওয়েব চেক-ইন যাত্রা শুরু হওয়ার ৪৮ ঘন্টা আগে অব্দি চালু রেখেছে৷ কিন্তু সবচেয়ে ভালো হলো আপনি যে বিমান পরিষেবার টিকেট কাটবেন তার ওয়েব চেক-ইন  এর নিয়ম একবার দেখে নেবেন যে কত ঘন্টা আগে অব্দি আপনি করতে পারেন৷
  • ওয়েব চেক-ইন হয়ে যাওয়ার পর আপনি যে বোর্ডিং পাস তা পাবেন, সেটাও এখন প্রিন্ট আউট নিয়ে যাওয়া বাধ্যতামূলক৷ আগে এইটাও কাউন্টারে হতো, কিন্তু এখন সোশ্যাল ডিস্টেন্সিঙ মানার জন্যে এই প্রিন্টটা আপনাকে নিজের সঙ্গে নিয়ে যেতে হবে৷
  • এবার আপনি যেদিন যাত্রা করবেন, সেদিন মাস্ক ও হ্যান্ড গ্লাভস পরে যাওয়া বাধ্যতামূলক৷ সবচেয়ে ভালো হলো যদি আপনি N৯৫ মাস্ক পরে যান, কারণ ওটা কোভিড-১৯ ভাইরাসর জন্যে সব চেয়ে নিরাপদ৷
  • রাজ্য বিশেষে একটা সেলফ ডিক্লারেশন ফর্ম আপনাকে অনলাইন ফিল করে জমা করতে হবে। এই তথ্য রাজ্য সরকারের কাছে রইলো যে আপনার কোন বিদেশ যাত্রা গত কয়েক মাসের মধ্যে হয়েছে কিনা। এছাড়াও কোনো কোভিড-১৯  রোগীর  সংস্পর্শে এসেছেন নাকি, আপনার জ্বর আছে কিনা  ইত্যাদি৷
  • যেই আপনি বিমানবন্দরে  পৌঁছাবেন, আপনাকে ১ মিটারে দূর দূরে গেট এর বাইরে দাঁড় করিয়ে  একে একে ঢোকানো হবে৷ ঢোকার আগে, বিমানবন্দরে কর্তৃপক্ষ আপনার ব্যাগ কে স্যানিটিজে করে দেবে৷ ঢোকার মুখে আপনাকে আপনার প্রিন্টেড বোর্ডিং পাস, ফটো ID প্রুফ দেখতে হবে গেট এর সিকিউরিটি গার্ড কে৷ হবে থার্মাল স্ক্রীনিং, আর দেখতে হবে আরোগ্য সেতু আপ, যাতে আপনার স্টেটাস থাকতে হবে সবুজ৷
  • ঢোকার পর আপনার হ্যান্ড ব্যাগেজ  তাছাড়া বাকি ব্যাগ গুলো দিয়ে দিতে হবে আপনার নির্দিষ্ট বিমান কর্তৃপক্ষ কে, তারা আপনার বোর্ডিং পাস এবং ফটো ID প্রুফ দেখে আপনার ব্যাগ তা নিয়ে নেবে৷ এরপর আসে সিকিউরিটি চেক ইন৷ সেখানেও ১ মিটারে দূরত্বে সবাইকে দাঁড় করিয়ে একে একে চেক হবে৷ যত সম্ভব সামান্য সংর্স্পসতে চেক করা হবে যাত্রীদের কে৷
  • তার পর গেট নম্বর পেয়ে আপনি গেট এর কাছে গিয়ে বসতে পারেন৷ বসার সিট গুলোতেও একটা বাদ দিয়ে একটা বসতে হবে, এবং দুটো সিট এর মাঝের সিটই সেটা লেখা  থাকে যে বসা বারন।
  • মনে রাখবেন, এই সময় কিন্তু বেশিভাগ বিমানবন্দরে ভিতরের খাবার এর স্টল বন্ধ৷ তাই ভালো হলো, বাড়ি থেকে খাবার আর জল নিয়ে যাওয়া৷
  • বিমান কর্তৃপক্ষ বিমান ছাড়ার কিছুক্ষন আগে আপনাকে একটা কিট দেবে যাতে থাকবে মাস্ক, স্যানিটিজার  এবং ফেস শিল্ড৷ বিমানে চাপার আগে মাস্ক এবং ফেস শিল্ড বাদ্ধতামূলক৷ আর আপনার যদি মাঝখানের সিট থাকে, তাহলে বিমান কর্তৃপক্ষ আপনাকে PPE  র মতো একটা কিট  দেবে, যেটাকে আপনার জামার ওপর পরে বিমানে উঠতে হবে৷

মনে রাখবেন, বিমান এর মধ্যেও এখন খাবার এর ব্যবস্থা বন্ধ আছে৷ শুধু  জল পাওয়া যাবে৷ যাত্রা শেষে নামার সময় ও সামাজিক দূরত্ত্ব বজায় রেখে নামা জরুরি৷ সেই আগের মতোই বাসে করে নিয়ে যাওয়া হয় ব্যাগেজ বেল্টে। নিজের ব্যাগ কালেক্ট করে নিন, এবং এক্সিট গেট ই থার্মাল স্ক্রীনিং করে বেরিয়ে আসুন!

বিমানবন্দর এবং বিমান পরিষেবা কর্তৃপক্ষ যতসম্ভব চেষ্টা করছে আপনাকে সাবধানে বাড়ি পৌঁছে দেওয়ার৷ তবে  নিজের সুরক্ষা নিজের দারিত্বে৷ তাই বিমানবন্দরে অযথা ঘোরাঘুরি বা প্রয়োজন ছাড়া কোথাও হাত না লাগানোই ভালো। কর্তৃপক্ষকে সহযোগিতা করুন আর নিজে সতর্ক থাকুন।

হ্যাঁ ভালো কথা , একজন দায়িত্ববান নাগরিক হিসেবে বাড়িতে আমি নিজেকে ১৪ দিনের সেলফ আইসোলেসনে রেখেছি।এটা কিন্তু  সবার জন্য বাধ্যতামূলক!




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্য