মাথার খুশকি দূর করার সবচেয়ে কার্যকরী উপায় কী?


এই প্রশ্নটা বহুবার পেয়েছি, মাথার খুশকি দূর করার সবচেয়ে কার্যকরী উপায় কী? তাই উত্তরটা আজ এখানেই দিচ্ছি  



খুশকি আসলে হচ্ছে আমাদের মাথার মরা চামড়া বা ডেড সেলস। তাই মাথার ত্বকে সব সময় পরিষ্কার রাখতে হয় । খুব সিম্পল একটি মেথড বলে দিচ্ছি । 

যা যা লাগবে Tea Tree Essential Oil, নারিকেল তেল এবং অ্যালো ভেরার জেল 

Tea Tree Oil : এটাতে অ্যান্টি মাইক্রোবিয়াল এবং অ্যান্টি ইনফ্ল্যামেটোরি উপাদান আছে যেটা খুশকি দূর করে।

Buy Tree Tea Essential Oils From here  

নারিকেল তেল : মাথার তালুর জল শূন্যতা এবং খুশকির প্রবণতা কমিয়ে দেয়।

Buy Organic Coconut Oils from here  

অ্যালো ভেরা : অ্যালো ভেরার জেল ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস প্রতিরোধী।

Buy Alovera Gel from here 

৫ - ৬ tbs নারকেল তেলের সঙ্গে ১tbs অ্যালো ভেরার জেল এবং ৫ ফোঁটা Tea Tree Essential Oil মিশিয়ে নিন খুব ভাল করে, এই মিশ্রণটি একটু বেশি পরিমানে বানিয়ে রেখে দিতে পারেন। ব্যবহার করুন সপ্তাহে ৩ বার মানে shampoo করার ২ ঘন্টা আগে লাগিয়ে রেখে ধুয়ে নিন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্য