চুলের বৃদ্ধিতে আদার রস



চুলের বৃদ্ধি বা চুল পড়া বন্ধ করতে আদা খুব উপকারী এই কথা হয় তো অনেকেই জানেন না। মাথার তালুতে নিয়মিত আদার রস ব্যবহার করলে মাথার ত্বকে রক্ত প্রবাহ বৃদ্ধি পায় এবং চুলের বৃদ্ধি ঘটে।
যেভাবে চুলের বৃদ্ধি ঘটাবেন -
আদা রস মাথার ত্বকে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে। মাথার ত্বকে রক্ত সঞ্চালন বৃদ্ধি পেলে চুলের গ্রন্থি উত্তেজিত হয় এবং চুলের বৃদ্ধি ঘটে। আদায় থাকা ফ্যাটি এসিড পাতলা চুলের জন্য খুব কাজে দেয়।

কিভাবে আদার রস চুলে ব্যবহার করবেন -
সম পরিমান আদার রস এবং চামচ জোজোবা অয়েল অথবা অলিভ অয়েল যোগ করে ভালোভাবে মিশান। এবার এই মিশ্রণটি ধীরে ধীরে চুলের গোঁড়ায় মাসাজ করতে থাকুন।  আধা ঘণ্টার এই এভাবে রেখে দিন। আপনার মাথার ত্বকে কিছুটা উষ্ণ বোধ হবে। এরপরে শ্যাম্পু করে ভালো করে ধুয়ে ফেলুন।  এই প্রক্রিয়াটি সপ্তাহে ৩ বার করুন। ১ মাসের মধ্যে ফল পেয়ে যাবেন। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্য