ময়শ্চারাইজিং যেকোন প্রকারের ত্বকের জন্য একটি অপরিহার্য স্টেপ। তৈলাক্ত ত্বকের সঙ্গে যারা মোকাবেলা করেন তাদের অনেকেই মনে করেন, ত্বক যেহেতু তৈলাক্ত তাই এর যত্নের জন্য ময়েশ্চারাইজার প্রয়োজন নেই। এই ধরানা একেবারেই ঠিক নয় । ময়েশ্চারাইজার তৈলাক্ত ত্বকের প্রাকৃতিক আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে ।
আপনি হয়তো তৈলাক্ত ত্বকের জন্য সঠিক ময়েশ্চারাইজারটি নির্বাচন করতে গিয়ে একটু কনফিউজ হয়ে পরেন ? এতো অপশন,তাই কনফিউজ হওয়াটাই স্বাভাবিক। আপনি যদি তৈলাক্ত ত্বকের জন্য একটি ভাল ময়েশ্চারাইজার খুঁজছেন এবং বুঝে উঠে পারছেন না, যে কোনটি আপনার জন্য সেরা। তাহলে এই পোস্টটি আপনার জন্য।
এখানে আমি তৈলাক্ত ত্বকের জন্য সেরা ৭ টি ময়েশ্চারাইজারের নামের একটি তালিকা তৈরি করেছি। তবে আপনি কোনটি কিনবে, সেই কাজটা কিন্তু আপনাকেই করতে হবে। তাহলে এক ঝলক চোখ বুলিয়ে নিন।
১। Neutrogena Oil free Moisture SPF 15
২। Lotus Herbals Acne gel Tea Tree Anti Pimple and Anti Acne
৩। Clean and Clear Skin Balancing Oil free Moisturizer
৪। Clean & Clear Advantage Acne Control Moisturizer
৫। Lacto Calamine
৬। Lotus Herbals Alphamoist Alpha Hydroxy Skin Renewal Oil Free Moisturizer
এই Oil Free ময়েশ্চারাইজারটি খুব হালকা এবং প্রয়োগের সঙ্গে সঙ্গে ত্বকের সঙ্গে মিশে যায়।তৈলাক্ত ও ব্রণ প্রবণ ত্বকে যেমন নরম ও নমনীয় করে তেমনি এর প্রভাব ৬-৭ ঘন্টার ত্বকের উপরে থাকে।
৭। Garnier Moisture+ Matte Daily Oil-Free Moisturize
Garnier এর এই ময়েশ্চারাইজারটি তৈলাক্ত, শুষ্ক এবং সংবেদনশীল সহ সব ধরনের ত্বকের জন্য । এটি Oil Free এবং ম্যাট ফিনিস ময়েশ্চারাইজার। Garnier দাবি করে যে এই ময়েশ্চারাইজার ২৪ ঘণ্টা আপনার ত্বককে স্বাভাবিক আর্দ্রতা ধরে রাখবে এবং ত্বকের চকচককে ভাবকে নিয়ন্ত্রণ করবে।এতে সবুজ চা এর নির্জাস রয়েছে যা অ্যান্টি-অক্সিডেন্টের কাজ করে।
Disclaimer : All the pictures have been taken from Google.
0 মন্তব্য