ত্বকের জন্য কফি স্ক্রাবার
কি কি লাগবে -
১ চামচ কফি পাউডার, ১/২ চামচ মধু (তৈলাক্ত ত্বকের জন্য) অথবা অলিভ তেল (শুষ্ক ত্বকের জন্য)
পদ্ধতি -
একটি পাত্রে কফি পাউডারের সঙ্গে মধু অথবা অলিভ তেল মিশিয়ে নিন ( ত্বকের ধরন বুঝে)। পরিষ্কার ত্বকে স্ক্রাবারটি প্রয়োগ করুন এবং সার্কুলার মোশনে ৩ মিনিট মাসাজ করুন। এর পর স্ক্রাবারটি ৫ থেকে ১০ মিনিটের জন্য ত্বকে লাগিয়ে রাখুন। হালকা গরম জলে মুখ ধুয়ে নিন। ভাল ফল পেতে এই স্ক্রাবারটি সপ্তাহে ১ বার ব্যবহার করুন।
উপকারিতা -
মৃত কোষ দূর করে, ত্বকের উজ্জ্বলতা বাড়ায়।
টিপসগুলি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন!
0 মন্তব্য