খুশকির জন্য হেয়ার মাস্ক
কি কি লাগবে -
২ চামচ মধু, ১ চামচ টক দই ও ৩ চামচ লেবুর রস
পদ্ধতি -
একটি কাচের পাত্রে ২ চামচ মধু, ১ চামচ টক দই ও ৩ চামচ লেবুর রস খুব ভাল করে মিশিয়ে নিন। স্কাল্প বা চুল যদি শুষ্ক হয় তাহলে এই মিশ্রনে ৫ থেকে ৬ ফোঁটা নারকেল তেল মিশিয়ে নিতে পারেন। এবার মিশ্রণটি ৪০ মিনিটের মতো চুলের গোঁড়ায় লাগিয়ে রাখুন। মিশ্রণটি গোটা চুলেও লাগানো যেতে পারে। হালকা কোন শ্যাম্পু ও কন্ডিশনার দিয়ে চুল ধুয়ে নিন। ভাল ফল পেতে এই মাস্ক সপ্তাহে ২ বার ব্যবহার করা যাবে।
উপকারিতা -
খুশকি দূর করবে, চুল মোলায়েম রাখবে।
0 মন্তব্য