চুল পড়া বন্ধ করতে ৩ টি সহজ উপায়

  
 মাথার কিছু অংশের চুল পাতলা হয়ে মাথার ত্বক দেখা যায় তাহলে কি করবেন ? 



  • আমলকী বেঁটে পেস্ট  করে তার রস লাগাবেন প্রতিদিন। তিন থেকে চার সপ্তাহ লাগানোর পর ফল পাবেন। 

  • ৪ টেবিল চামচ কেসটার ওয়েলের সঙ্গে ১ টেবিল চামচ ত্রিপলা ( আমলকী, হরীতকী, বহেড়া) গুঁড়া মিশিয়ে চুলে গোঁড়ায় লাগিয়ে রাখুন ২০ থেকে ২৫ মিনিটের মতো। এটি সপ্তাহে ১ দিন করুন।

  • একটি ডিম, এক টেবিল চামচ নারকেল তেলে মিশিয়ে নিন। এই মিশ্রন মাথার ত্বকে ঘষে ঘষে মাখুন। রেখে দিন আধা ঘণ্টার মত। তারপর শ্যাম্পু করুন।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্য