আমার ত্বক ড্রাই, আর এই শীতকালে ত্বকের আরও বারোটা বেজে যায়। এই সময় চুলেও দেখা দেয় খুশকি। তাই বিভিন্ন বিউটি প্রডাক্ট ব্যবহারের পাশাপাশি আমি শীতকালে ত্বক ও চুলের জন্য ঘরে তৈরি বিভিন্ন চুলের প্যাক বা ফেস প্যাক ব্যবহার করি। আজকের পোস্টে আমি একটি ফেস প্যাক সেয়ার করছি। এই প্যাকটি শীতকালে সব ধরনের ত্বকেই ব্যবহার করা যাবে।
যা যা লাগবে –
১। চন্দনের গুঁড়ো
২। ওটস
৩। টক দই
৪। হলুদ গুঁড়ো
কি ভাবে তৈরি করবেন –
চন্দনের গুঁড়ো এবং ওটস ১ চামচ করে নিয়ে ভালো করে মিশিয়ে নিন। এতে ১/২ চামচ টক দই ও এক চিমটি হলুদ গুঁড়ো মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। এই পেস্টটি শীতকালে সপ্তাহে ৩ দিন মুখে ও গলায় লাগিয়ে রাখতে পারেন ২০ থেকে ২৫ মিনিটের মতো। মুখ পরিষ্কার করার জন্য হালকা গরম জল ব্যবহার করুন।
এই ফেস প্যাকটি ত্বকের শুষ্কতা তো দূর পাশাপাশি ত্বকের মরা কোষ দূর করে ত্বকে আনবে উজ্জ্বলতা। অবশ্যই ঘরে ট্রাই করে দেখুন আর আমারকে এর রেজাল্ট জানাতে ভুলবেন না।
টিপসগুলি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন!
0 মন্তব্য