আইশ্যাডো লাগানোর সহজ টিপ্স

১। মুখের ফোকাস পয়েন্ট হল চোখ। তাই আইশ্যাডোর রং সবসময় পছন্দ করা উচিত, চোখের শেপ ও রঙের উপর নির্ভর করে। আইশ্যাডো দিয়ে চোখের শেপ ও সাইজ়ে বদল আনা যায়। প্রথমে চোখের উপরের অংশে ভুরু থেকে চোখের পাতা পর্যন্ত অংশে হালকা রঙের আইশ্যাডো লাগাবে।
Buy eye shadow from here

২। বেস লাগানোর পর মাঝারি শেডের আইশ্যাডো চোখের পাতার নীচের অংশে লাগাব, তারপর বেস কালারের সঙ্গে ব্লেন্ড করে দিতে হবে। চোখে গভীরতা আনার জন্য এরপর গাঢ় রঙের আইশ্যাডো লাগাব।

৩। ডার্ক কালারের আইশ্যাডো ল্যাশ লাইনের উপর থেকে ভুরুর ঠিক নীচ পর্যন্ত লাগাতে হবে। চোখের বাইরের দিক ও ভুরুর উপরের অংশ একটু ঘন করে ভাল করে মিশিয়ে দিতে হবে।

৪। চোখের বাকি মেকআপ অর্থাত্‌ আইলাইনার, মাসকারা, কাজল লাগানোর আগে আইশ্যাডো লাগিয়ে নিতে হবে। এগুলো লাগানোর পরে আইশ্যাডো লাগালে তা স্মাজ করে যাওয়ার ভয় তাকে।

 take care


Follow Me on PinterestFacebook এর আমাদের সঙ্গে থাকুন।