
নেইল আর্টের মধ্যে এই মুহূর্তে সবচেয়ে বেশি চলছে ফুলের ছাপ। নখে ফুল বানানো যেমন সহজ তেমনি দেখতেও ভালো লাগে। স্টিকার বা স্টোন দিয়ে ফুল বানিয়ে নখ সাজতে না চাইলেও খুব সিম্পল নিজেই এঁকে ছোট ছোট ফুল ফোঁটাতে পারেন নখে।
নখে ফুল আঁকতে গেলে কি করবেন
মনে রাখবেন বেসকোট হালকা হলে ফুল হবে গাঢ় রঙের আর বেস কোট ডিপ হলে ফুলের রঙ হবে হালকা। সেই মতো বেসকোট ঠিক করে নিন। তারপর নখে লাগিয়ে ভাল করে শুকিয়ে নিন। এবার আপনার পছন্দের ফুলটি নখে আঁকুন। ফুল আঁকতে পিন বা তুলির ব্যবহার করুন। যে রঙের ফুল চান সেই রঙে পিন চুবিয়ে নিন। তারপর সরু ডগা দিয়ে পাপড়ি সহ ফুল এঁকে নিন। এবার সরু তুলি দিয়ে পাপড়ির ভেতরে রঙ ভরে দিন। চাইলে এক একটা পাপড়ির আলাদা আলাদা রঙও করতে পারেন । তুলি দিয়ে টেনে টেনে পাতা বা লতাও এঁকে ফেলতে পারেন নখের উপর। ফুলের মাঝখানে ছোট্ট স্টোন বসিয়ে নিতে পারেন। অথবা পিনের মাথাটা রঙে চুবিয়ে ফুলের মধ্যে চেপে ধরলেই কুঁড়ি সমেত ফুল আপনার নখে। যদি আরেকটু গ্ল্যামারাস নখের উপরে ফুল চান তাহলে ওপর থেকে হালকা গ্লিটার ছড়িয়ে নিলেই নখ হয়ে যাবে ঝক্কাস! ছিমছাম সাজের কি দরকার। নখের সাজে দুষ্টুমিও চলুক না খানিক। সবার শেষে ট্রান্সপারেন্ট কোটটি লাগিয়ে নখ শুকিয়ে নিন। এবার দেখুন কেমন দেখাচ্ছে আপনার নখের উপর ফুল।
আপনাদের জন্য রইল কিছু ফুলের আইডিয়া। যা নখের উপর ফুটিয়ে তুলতে পারেন।

































take care