![](http://4.bp.blogspot.com/-Gibe5izm1_M/Uz7ICENKf4I/AAAAAAAAAvw/UdRMKtTP-so/s1600/df94f25feb66c6f7e4c83699e2428d9c.jpg)
স্কুলে যখন ছিলাম একটা জিনিস আমার খুব বিরক্তিকর লাগতো। বিনুনি বাঁধতে। একদম পছন্দ করতাম না। তাই কখন চুল বাড়তেই দেই নি। কিন্তু আজ মনে হয় কি ভুলই না করেছি। এখন তো সুযোগ পেলেই বেনি বাঁধি। তাছাড়া আজকাল চুলের স্টাইল হিসেবেও বিনুনি ইন।
একটা সময় বেনির রকমফের বলতে তো শুধু ফ্রেঞ্চ বেণিই বুঝতাম, আর যা আমরা সাধারণত বেঁধে থাকি,ব্যাস। আমি আমার ছোট মাসিকে দেখেছি লাল ফিতা বেনিতে জড়িয়ে বৈচিত্র্য আনতেন। তবে এখন কত রকমের যে বেনুনি দেখা যায়। এই যেমন ওয়াটারফল, ফিশটেইল, মারমেইড, টুইস্ট, মেসি ইত্যাদি ইত্যাদি। আরও কত রকমের তো নামও জানা নেই।
এক কালের আমার অপছন্দের বেনুনি আজ গ্ল্যামার জগতের নারীরা দিব্যি দেখুন, যে কোন আনুষ্ঠানে যে কোন পোশাক বা গাউনের সঙ্গে বাঁধছেন। আসলে সব বয়সে, সব ধরনের পোশাকের সঙ্গেই বেনি মানানসই।
আজকের পোস্টে আমি ৩ টি খুব সহজ বেনুনি বাধার পদ্ধতি আপনাদের শেখাবো। আশা করি ভালো লাগবে। আর অন্য তন্বীদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না কিন্তু।
স্টাইল ১
![](http://4.bp.blogspot.com/-Yik0uqs4yfc/Uz7BMzs60qI/AAAAAAAAAvQ/A_hw0ga_soM/s1600/a08bf633e0021334b8ccd90477b8b4b1.jpg)
স্টাইল ২
![](http://4.bp.blogspot.com/-sZNFa0k1Zkk/Uz7Bh6w65wI/AAAAAAAAAvY/boNPELoEmKU/s1600/01468b7508bf5735c2dcb012e0044084.jpg)
স্টাইল ৩
![](http://4.bp.blogspot.com/-j-sURC2zlr8/Uz7BxB9ThYI/AAAAAAAAAvg/UtGyS2Eanwo/s1600/a060277f020136422b25abee8be505fc.jpg)
আপনি আপনার মতামত Facebook এও দিতে পারেন।
0 মন্তব্য