
সব সময় এক ঘেয়ামি সাজ কার ভালো লাগে বলুন? আমার তো একদমই না। অনেক তন্বীরা তো আছে যারা বিভিন্ন সময় মেকআপ ,সাজ পোশাক নিয়ে বেশ experiment করে থাকে। সবার থেকে একটু আলাদা থাকতে কে না চায়। আর এই আলাদা দেখানোর সব থেকে ভালো উপায় হল মেকআপ। বিশেষ করে চোখের মেকআপ। এই মেকআপ যদি ঠিকঠাক ভাবে করা যায় তাহলে আপনি সকলের কাছে ঈর্ষার পাত্রি হয়ে উঠবেন। তখন বলিউডের গ্ল্যামারাস নায়িকাদের থেকে আপনাকেও কিন্তু কম সুন্দর দেখাবেনা।
আজ এই পোস্টে আপনাদের কিছু নির্দিষ্ট চোখের মেকআপ আইডিয়া দিচ্ছি। নতুন পোষাক বা কোন পুরনো পোষাকে সঙ্গে মানিয়ে কি ভাবে রং নির্বাচন করে চোখের মেকআপ করবেন সেই ধারনা আপনি এই পোস্ট থেকে পেয়ে যাবেন।
এবার আপনার পালা। বেছে নিন পছন্দের মেকআপ আইডিয়া। রাতের পার্টির জন্য বা অন্য কোন অনুষ্ঠান। কোন আইডিয়াটি আপনার সব থেকে পছন্দ সেটিই ট্রাই করুন না। আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না!




trends4everyone.blogspot.com

preen.me





prettydesigns.com



আপনি আপনার মতামত Facebook এও দিতে পারেন।