
কি কি লাগবে -
১৫ গ্রাম করে রিঠা, আমলকী, শিকাকাই, ও সাদা চন্দনের গুঁড়ো ৫ গ্রাম।
পদ্ধতি -
চন্দনের গুঁড়ো বাদে বাকি সামগ্রি রিঠা, আমলকী, শিকাকাই সারা রাত দু কাপ জলে ভিজিয়ে রাখতে হবে। পর দিন সকালে এই জলে চন্দনের গুঁড়ো মিশিয়ে নিন। এই মিশ্রণটি শ্যাম্পু হিসাবে ব্যবহার করুন।

