Looking For Anything Specific?

মুখের আকৃতি অনুযায়ী কি রকম সানগ্লাস কিনবেন ?

বছরের এই সময়টা আমাদের সকলের কাছে অসহ্য হয়ে ওঠে। একে তো প্রচন্ড গরম, তার উপরে চিটচিটে ঘাম আর তাই বলে  তো আর ঘরে বসে থাকা যায় না। ক্লাস, অফিস, শপিং কোন কিছুই কিন্তু থেমে থাকে না। দিনের বেলায় বাড়ি থেকে ফিটফাট হয়ে বেরনোর সময় সানস্ক্রিন, ছাতা আমরা মাস্ট চাই। আর একটা জিনিস যা এই গরম কালের সাজকে কমপ্লিট করে তা হল সানগ্লাস সানগ্লাস সারা বছরই ফ্যাশনে ইন। এটি এমনই একটি ফ্যাশন অনুষঙ্গ, যা আপনার লুকে  স্টাইলিশ এফেক্ট তো দেবেই পাশাপাশি চোখজোড়াকে রোদ এবং ধূলোবালির  থেকে রক্ষা করবে। তবে সানগ্লাস বাছাই করা উচিৎ মুখের গড়ন  গায়ের রঙের সঙ্গে সামঞ্জস্য রেখে নয় তো এই ফ্যাশন অনুষঙ্গ সম্পূর্ন বেমানান হয়ে যাবে
মুখের আকৃতি অনুযায়ী কি রকম সানগ্লাস মানাবে তার জন্য রইল কয়েকটা টিপস -

১। প্রথমেই দেখে নিতে হবে মুখের গড়ন কি রকম। নীচের ছবিটির সঙ্গে মিলিয়ে নিন আপনার মুখের সেপ ঠিক কি রকম

২। এবার আপনার মুখের গড়ন অনুসারে বেছে নিতে হবে ফ্রেম। যেমন  মুখের গড়ন ওভাল অর্থাৎ  ডিম্বাকৃতির হলে গোলাকৃতির ফ্রেম না পরে বরং ব্যবহার করা যেতে পারে ক্যাটস আই কিংবা এভিয়েটর   ফ্রেমের চশমা 
সানগ্লাসে এখন চড়া রংগুলো খুব ট্রেন্ডি। লাল, সবুজ, নীল, কমলার মতো গাঢ় রং এখন রোদচশমার গ্লাসে নজরে পড়ছে। এমন কি দেখা যা কয়েক শেডের ব্যবহারও। ইদানীং এভিয়েটর এবং ক্লাবমাস্টার ফ্রেমের সানগ্লাস ছেলে-মেয়ে কাছে বেশ জনপ্রিয়।  
Sunglasses Available Here
Sunglasses Available In forever21.com
প্রিন্টের  বা গাঢ় রঙের মার্কারি বা হালকা রঙের রোদচশমা, পছন্দ আপনার, তবে সানগ্লাস কেনার ক্ষেত্রে এর মান যাচাই করা খুব জরুরি। তা না হলে স্টাইল হয়তো হবে, কিন্তু চোখ বাঁচানো যাবে না সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে। তাই কেনার আগে চশমার মানটাও একবার যাচাই করে দেখে নিন।
লেখাটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন।