Looking For Anything Specific?

ঠোঁটের যত্ন কি ভাবে নেবেন

যে কোন অনুষ্ঠান সে পুজো বলুন আর বিয়েই বলুন, আগে নিজের শ্রীমুখের ছিরি ফেরাতে তো আর কম দৌড়ঝাঁপ করি না। মুখের দাগছোপ তোলো, পার্লারে গিয়ে ফেসিয়াল করা, এই ক্রিম সেই লোশন, সব মিলিয়ে কি যে ঝামেলা করতে হয়। আর এত সবের মধ্যে বেচারা ঠোঁটের কথা কেউ ভাবে না। ওমা সেকী! ঠোঁটের কথা আবার আলাদা করে বলার কী আছে? সে তো মুখের মধ্যে দিব্যি আছে। তা বললে কি আর হয়? ঠোঁটের সৌন্দর্য ফুটিয়ে তুলতে তারও আলাদা পরিচর্যার প্রয়োজন আছে, সেটুকু না পেলে ঠোঁটও কিন্তু অভিমানে ‘ঠোঁট’ ফোলাবে! তাছার ঠোঁটের সব থেকে বড় শত্রু হচ্ছে শীতে। এই সময় সব থেকে বেশী বিরক্তির ব্যাপার হচ্ছে ঠোঁট ফাটা। শীতের আদ্রতার জন্য এমনটা প্রায়ই হয়ে থাকে। নিজেরাই এই সমস্যার সমাধান করা যায়। যেমন:

১. শীতকালের শুষ্কতা কে দূর করতে আপনি নিয়মিত লিপ বাম, অ্যালভেরা যুক্ত ভ্যাসলিন পেট্রোলিয়াম জেলি, বোরলিন ব্যবহার করতে পারেন। তবে বোরলিন দিনে ব্যবহার না করে রাতে ব্যবহার করাই ভালো।
২. প্রতিদিন ৮ থেকে ১০ গ্লাস জল পান করুন। এতে শুষ্কতা দূর হবে। অনেক সময় ডিহাইড্রেশন এর ফলে ডার্ক লিপ্স এর সমস্যা হতে পারে | তাই দিনে ৮ থেকে ১০ গ্ল্যাস জলপান করুন যাতে আপনার শরীর হাইড্রেটেড থাকে |


৩. খুব ঠান্ডা হাওয়া থেকে মুখ বাঁচাতে স্কার্ফ পরতে পারেন।
৪. ঠোঁটে প্রসাধনী যেমন—লিপস্টিক ব্যবহার করতে সতর্ক হোন। এগুলো যেন বেশি শুষ্ক বা ম্যাট না হয়।
৫. জিব দিয়ে ঠোঁট ভেজাবার চেষ্টা করবেন না বা ঠোঁটের চামড়া টেনে ওঠাবেন না।
এতো গেলো আপনি শীত কালে কি করবেন না করবেন। তাছাড়া এখন তো শীত যাই যাই করছে। কিন্তু তাই বলে সারা বছর কি আর যত্ন নেব না। ঠোঁটের কিছু না কিছু যত্ন তো অবশ্যই নেওয়া দরকার। তবেই তো নরম গোলাপি ঠোঁটের অধিকারী হওয়া যাবে। ঝটপট দেখে নেই কি কি করতে হবে।
প্রথমেই আসছি কি ভাবে ঠোঁট পরিষ্কার করা যায়। খুব সিম্পল। কাঁচা দুধ আর মধু এক সঙ্গে মিশিয়ে নিন। এবার সাদা পরিষ্কার কাপড় বা তুলা ভিজিয়ে ঠোটে ঘষুন। এতে ঠোঁট পরিষ্কার তো হবেই পাশাপাশি মসৃণ ও সুন্দর হবে।
এবার স্ক্রাবিং পদ্ধতি।এক চা-চামচ অলিভ অয়েলের সঙ্গে এক চা-চামচ চিনি মিশিয়ে ঠোঁটের জন্য ঘরোয়া স্ক্রাব তৈরি করা যায়। এই মিশ্রণ ঠোঁটে লাগিয়ে ৫-১০ মিনিট ধরে আলতো করে ঘষে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। তারপর ঠোঁটে কোনও লিপ বাম লাগিয়ে নেওয়া। এই ঘরোয়া স্ক্রাব ঠোঁটের মরা কোষগুলোকে তুলে ঠোঁটকে নরম ও গোলাপি করতে সাহায্য করে।
ঠোঁটে সফ্টনেস বা নরমভাব আনতে হলে পাকা পেঁপে চটকে তার সঙ্গে দুধের মাঠা মিশিয়ে একটা মিশ্রণ করতে হবে। সেটা ঠোঁটে ১৫ মিনিট লাগিয়ে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। এই প্রলেপ ঠোঁটের পুষ্টিও জোগাবে।
শুকনো খরখরে ঠোঁট বা কালচে ভাব দূর করে গোলাপি ঠোঁট কি করে পাওয়া যাবে তা দেখে নেওয়া যাক!
১. লেমন হানি লিপ সিরাম: এই সিরাম সান ট্যান বা রোদে পোড়া কালো দাগ মেটানোর জন্য আদর্শ | সমান পরিমানে লেবু আর মধু মিশিয়ে নিন | এরপর ভালো করে এটা ঠোঁটে লাগিয়ে রাখুন | এক ঘন্টা রেখে তারপর নরম কোনও ভেজা কাপড় দিয়ে আস্তে আস্তে ঘষে তুলে দিন | দিনে যত বার পারবেন এটা ব্যবহার করুন |
২. রাতে ঘুমোতে যাওয়ার আগে গ্লিসারিন লাগিয়ে নিন : সান ট্যান ছাড়াও ড্রাই লিপ্স এরজন্যও ঠোঁটে পিগমেন্টেশন হতে পারে | রোজ রাতে শুতে যাওয়ার আগে ভালো করে ঠোঁটে গ্লিসারিন লাগিয়ে নিন | এর ফলে হারানো ময়শ্চার ফিরে পাবেন আর দেখবেন ধীরে ধীরে ঠোঁট আবার ন্যাচারাল কালার ফিরে পাবে | ঠোঁটে যদি কালো স্পট থাকে তাহলে তার জন্যেও এই পদ্ধতি খুব ভালো | 
৩. বিট রস লাগান :  ঠোঁটে এক টুকরো বিট নিয়ে হাল্কা করে ম্যাসাজ করুন | বিটের রসে ট্যান দূর হবে আর কিছুদিনের মধ্যেই আপনি গোলাপি ঠোঁটের এর অধিকারিণী হবেন |
৪. শসার রস: শসার রস খুব ভালো কালো দাগ মেটাবার জন্য | রোজ যদি নিয়ম করে ঠোঁটে শসার রস লাগান তাহলে কিছুদিনের মধ্যেই দেখবেন ঠোঁটের কালো ভাব অনেকটাই কমে গেছে | এছাড়া নারকেল তেল লাগালেও কিছু দিনের মধ্যেই টুকটুকে লাল ঠোঁট পাবেন |
সস্তা বা কম দামি লিপ প্রোডাক্ট  একদমই ব্যবহার করবেন না । এতে অনেক সময় ঠোঁট কালো হয়ে যেতে পারে | তাই লোকাল কোনও প্রোডাক্ট ব্যবহার না করাই ভালো | হার্বাল লিপ বাম ব্যবহার করুন | বা দামি কোন কোম্পানির ফ্রুট বাম ব্যবহার করতে পারেন  বা অন্য কোন নামী প্রোডাক্ট ব্যবহার করুন।| ঠোঁটের বিষয়ে কোন পাঙ্গা না নেওয়াই ভালো।

স্পেশ্যাল টিপ্স
প্রতিদিন রাতে শোওয়ার আগে যে ফাইনাল কাজ থাকে সেগুলো সারতে সারতে ঠোঁটে মধু লাগিয়ে রাখুন। লাইট নেভাবার আগে ঠোঁট ধুয়ে নিন। এটা নিয়মিত করুন ঠোঁট খুব ভাল থাকবে।



take care

Follow Me on PinterestFacebook এর আমাদের সঙ্গে থাকুন।